দ্যা ইন্টিলিজেন্ট ডিজাইন (আইডি)

হাতাশির মাইক্রো স্টোরি (Microstory) – দ্যা আইডি

 

এটা হচ্ছে সেই বিস্ময়কর ইতিহাসের গল্প যখন কম্পিউটারের একটি অটোমেটিভ প্রোগ্রাম যে নিজে নিজে বা কোন মানুষের সহায়তা ছাড়াই অন্য কোন প্রোগ্রামের সাহায্যে তৈরী হয়েছিল।

সেই প্রোগাম বা সফটওয়্যারটি একজন পুরুষের দেহে প্রবেশ করেছিল এবং অতপর একজন তরুনী দেহে এবং তারপর ওই নারীর গর্ভের সন্তাদের দেহে অবস্থান করে এবং জম্ন নেওয়া সেই সন্তানটি ভিন্ন অর্থে ছিল একটি কম্পিউটার প্রোগ্রামের জীবন্ত রুপ, মানবীয় রুপ।

একটি কম্পিউটার সফটওয়্যার জীবন্ত হয়ে এই পার্থিব দুনিয়ায় এসেছিল এবং তাকে ফিরিয়ে নেবার জন্য ইন্টারনেট জগত থেকে এমন আরো শতশত থেকে হাজার হাজার প্রোগ্রাম মানুষ ও বিভিন্ন প্রানী ও বস্তুর মাধ্যমে এই পৃথিবীতে ঢুকে পড়েছিল যাদরে কানেকশন ছিল কম্পিউটারের বিশাল জগত ইন্টারনেট্ বা ওয়েব বিশ্বের সাথে।

এই ঘটনাগুলি এতটাই নিরবে ও লোক চক্ষুর অন্তরালে ঘটে গিয়েছিল যে পৃথিবীর কোন মানুষ কখনোই জানতে পারে নি।

—— আইডি, ড. রাঈখ হাতাশি।




মন্তব্য চালু নেই