হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেকর্ড সংখ্যক রোগীর সেবা গ্রহন

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন সেবার মান বৃদ্ধি পাওয়ায় রোববার (২৫ অক্টোবর) বর্হিবিভাগে রেকর্ড সংখ্যক রোগী চিকিৎসা সেবা গ্রহন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর এই প্রথম ৬ শ ৫৪ জন রোগীকে একদিনে সেবা প্রদান করা হয়েছে।

চিকিৎসার সেবার মান ভাল হওয়ায় দিন দিন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল অফিসার যথাক্রমে ডা:শেখ ফজলে রাব্বি ও ডা:অরিন্দম দাশ সুজন বিষয়টি সাংবাদিকদের নিকট নিশ্চিত করেছেন।

তারা বলেন হঠাৎ করে বিপুল পরিমান রোগী সংখ্যা দেখে তারা অভিভুত হয়ে পড়েন।প্রত্যেক চিকিৎসকে বিরতিহীন ভাবে রোগীদের সেবা প্রদান করতে হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বিষয়টি জেনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধির বাস্তাব প্রমাণ রেকর্ড সংখ্যক রোগীর সেবা গ্রহন বলে সাংবাদিকদের নিকট অভিমত প্রকাশ করেন।



মন্তব্য চালু নেই