হাজীগঞ্জ পানি বালতিতে পড়ে এক শিশুর মৃত্যু

সুজন দাস : হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের তারালিয়া গ্রামে গত শনিবার দুপুরে পানি বালতিতে পড়ে এই ফাহিমা (০১) নামে শিশু মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায় তার মা মনোয়ারা বেগম পানি ভর বালতি খেলতে দিয়ে বাড়ি বাহিরে রৌদে কাপড় রৌদে দেওয়ার জন্য লেগে । শিশুটি খেলতে খেলতে হটাৎ করে কখন পানির বালতিতে পড়ে যায়। কিছু খন পর শিশুটি মা মনোয়ারা বেগম বালতি আশে পাশে শিশুটিকে দেখতে না পেয়ে বালতির ভিতরে দেখতে পায়। একটু দেরি হয়ে যাওয়ায় শিশুটিকে বাচানো যায়নি। তার গ্রামের এক ডাক্তার কে দেখালে সে মৃত ঘোষনা করেন। তার বাবা মোঃ হাসমত উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলে আমার ছয় মেয়ের মধ্যে ফাহিমা ছিলে সবার ছোট। শনিবার ইউপি সদস্য ও ইউনিয়নের চেয়ারম্যনকে ঘটনা টি জানানো হয়। পরে পারিবারিক ঘোরস্তানে তাকে কবর দেওয়া হয়।



মন্তব্য চালু নেই