হাজীগঞ্জে রামকৃষ্ণ পরমহংস দেবের শুভ জন্ম তিথি উৎসব পালিত
সুজন দাস, চাঁদপুর সংবাদদাতা: ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮১ তম শুভ জম্ম তিথি দিনব্যাপি অনুষ্টিত হয়। দিনের প্রথম পর্বের অনুষ্টানে মঙ্গল শোভা যাত্রা অনুষ্টিত হয়।
মঙ্গল শোভা যাত্রাটি রাম কৃষ্ণ সেবাশ্রম থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজার পদক্ষিন শেষে পূণরায় রামকৃষ্ণ সেবাশ্রমে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা হাজীগঞ্জ দি বিকেকানন্দ বিদ্যা পিঠ এর শতাধিক শিক্ষার্থী ও পৌর এলাকার হিন্দু নেতারা অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শ্যামাপদ দে। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার প্রশাসক শেখ মুশিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেব আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী দিপঙ্কর ঘোষ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনিল কুমার সাহা, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহারঞ্জন হালদার মিলন এর পরিচালান অনুষ্টানে শুরুতে শ্রী শ্রী গীতা পাঠ করেন সাগর রায় বিষু, এবং বক্তব্য রাখেন ডাঃ প্রদীপ কুমার দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির হাজীগঞ্জ শাখা সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় সাধারণ সম্পাদক দীলিপ কুমার সাহা;
এ সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সনজিব কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শহর শাখার সভাপতি লিটন সাহা, সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহা, শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় সভাপতি অধ্যাপক নারায়ন চন্দ্র মন্ডল, , যুগ্ম সম্পাদক তপন কুমার পাল, সাংগঠনিক সম্পদক প্রিয়লাল দেবনাথ, ডাঃ প্রানতোষ দাসসহ হিন্দু সম্পাদায়ের বহু ভক্ত বৃন্দ উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠান শেষে সার্বিক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শ্যামাপদ দে।
ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এবং দেশ ও দশের মঙ্গল করা জন্য প্রার্থনা করা হয়।
মন্তব্য চালু নেই