হাজীগঞ্জে বিদ্যু স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সুজন দাস, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট রিয়াদ হোসেন (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। রিয়াদ হোসেন উপজেলার বড়কুল (পূর্ব) ইউনিয়নের দিগছাইল গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

রিয়াদের পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদ সকালে মৈশামুড়া গ্রামের শেখ বাড়িতে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন । এ সময় মোটরে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই