হাজীগঞ্জে অবৈধ কার্যকলাপ ও মাদক সেবনের দায়ে ১১ জনের দন্ড

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ কার্যকালাপ ও মাদক সেবনের দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুর ২টায় এই আদালত পরিচালানা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশের কয়েকটি দল।

এর মধ্যে ১মাস করে দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রাজারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে শিমু আক্তার, কচুয়া উপজেলার কড়াইয়া গ্রামের সেলিম উদ্দিন এর ছেলে শাহাজাহান ও মৃত রঞ্জন আলী ছেলে আমান হোসেন।

৬মাসের দন্ডপ্রাপ্তরা হলেন, হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের খোরশেদ আলমের স্ত্রী মারুফা বেগম, আবদুল জব্বারের ছেলে রিপন মিয়া।

এক বছরের দন্তপ্রাপ্তরা হলেন, উপজেলার ধড্ডা এলাকার মৃত: হাজি মোহাম্মদ আলীর ছেলে মনির হোসেন (৬৫)। ৭ দিনের দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা ধড্ডা এলাকার মৃত: আবদুল কাদেরের ছেলে মনির হোসেন মোল্লা, একই এলাকার আবদুর রবের ছেলে সোহেল হোসেন, মনা গাজী ছেলে শাহ্জালাল, সুহিলপুর এলাকার নুর মিয়ার ছেলে ইমাম হোসেন পাতানিশ এলাকার মৃত: আলী আহম্মদের ছেলে শাহ্জাহান মোল্লা।

অভিযান পরিচালনাকারী হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীম আহমেদ, উপপরিদর্শন আবদুর রাজ্জাক ও উপ সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম নিজেদের তত্ত্বাবধানে মাদক ও অসামাজিক কার্যকলাপের কারণে এদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্আলম জানান, সাজাপ্রাপ্তদের জেলে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মুর্শিদুল ইসলাম জানান, মাদককে জিরো টলারেন্সে আনতে পুলিশের এই উদ্যোগ। মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের এ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।



মন্তব্য চালু নেই