হাজার খানেক বিয়ের প্রস্তাব পেয়েছিলেন শাবনূর
একসময় তিনিই ছিলেন ঢাকা চলচ্চিত্রের রানী। কয়েকবছর আগে তার মাঝে চলচ্চিত্র নির্মাতা-প্রযোজকরা খুঁজে পেতেন আস্থার প্রতীক। পর্দায় আসলেই দশর্কদের উচ্ছ্বাসে ফেঁটে পড়তো হলরুম। হ্যাঁ চিত্রনায়িকা নায়িকা শাবনূরের কথা বলা হচ্ছে। সম্প্রতি কিছুটা হলেও চলচ্চিত্র থেকে দুরে আসেন তিনি। বিয়ে ও সংসার নিয়েই দিন কাটাচ্ছেন, তবে ফেরায় ইচ্ছাও জানিয়েছেন।
জনপ্রিয় নায়িকাদের প্রেমে যে মানুষ পড়ে এটা কোন নতুন কিছু নয়। হাজারো হাজারো ভক্তের হৃদয়ের এই রানী সম্প্রতি জানালেন বিয়ের আগে প্রায় হাজার খানেক প্রস্তাব পেয়েছিলেন।
শাবনূর বলেন, প্রথম বিয়ের প্রস্তাব এসেছিল কবে সেটা ঠিক মনে নেই। তবে এতটুকু বলতে পারি বিয়ে করেছি এটা জানাজানি হওয়ার পূর্ব পর্যন্ত প্রায় হাজার খানেক বিয়ের প্রস্তাব পেয়েছিলাম।
কদিন আগে এফডিসিতে একটি ক্রোকারিজ কোম্পানির বিজ্ঞাপনের কাজ করেন শাবনূর। সেখানেই উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ‘আগামী বছরের শুরু থেকে নিয়মিত কাজ করবেন। কয়েকটি ছবিতে কাজের ব্যাপারে প্রথমিক কথাও হয়েছে। খুব শীঘ্রই বিষয়টি চূড়ান্ত হবে।’
মন্তব্য চালু নেই