হাঙরের মতো ভয়ঙ্কর প্রাণী শিকারি বনবিড়াল!
কে বলে বনবিড়াল পানিতে নামে না? নামে এবং হাঙরের মতো শিকারি প্রাণী পর্যন্ত শিকার করে। যুক্তরাষ্ট্রের ফোরিডার সেবাস্তিয়ান ইনলেট স্টেট পার্কে এমন ঘটনা ঘটেছে। আর এ ধরনের একটি ছবি তুলেছেন জন বেইলি নামে এক শৌখিন ফটোগ্রাফার। পানিতে নেমে হাঙরের মতো ভয়ঙ্কর প্রাণি পর্যন্ত শিকার করতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেবাস্তিয়ান ইনলেট স্টেট পার্কে এমন ঘটনা ঘটেছে।
আর এই ছবি তুলেছেন জন বেইলি নামের একজন। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন মনে করছে, ছবি নকল নয়, আসল। বেইলি ডব্লিউপিটিভিকে বলেছেন, বিড়ালটি পানিতে নেমে হাঙরটি শিকার করেছে। সোমবার সন্ধ্যায় তিনি তার আইফোন দিয়ে ভিডিওটি করেছেন।
তিনি জানিয়েছেন, প্রথমে তার মনে হয়েছিল, কুকুর এই হাঙরটি শিকার করছে। অল্প সময়ের মধ্যেই তার ভুল ভাঙে। তবে তাকে দেখেই বিড়ালটি তার শিকার ফেলে বনের ভেতরে চলে যায়।
ববক্যাট মানুষ পছন্দ করে না। মানুষের উপস্থিতি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।-সূত্র, ডেইলি মেইল
মন্তব্য চালু নেই