জাপার মহাসচিব
হাওলাদার আউট-বাবলু ইন
ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
আওয়ার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।
তিনি বলেন, ‘পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব করা হয়েছে। রুহুল আমিন হাওলাদার এখন প্রেসিডিয়াম সদস্য হিসেবে থাকবেন।’
এদিকে এরশাদের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দীর্ঘদিন যাবৎ দলীয় কার্যক্রমে আপনার উল্লেখযোগ্য ভূমিকা এবং দলকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনার কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার বিধান মোতাবেক আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
মন্তব্য চালু নেই