হাউজুয়ের স্কুটিতে লিটারে ৬০ কিলোমিটার মাইলেজ
কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের বাজারে আনলো হাউজুয়ে লিন্ডি মডেলের ১২৫ সিসির স্কুটি। এই স্কুটিটি মেয়েদের জন্য বিশেষায়িত প্রথম মটর সাইকেল যা বাংলাদেশে উদ্বোধন হতে যাচ্ছে।
প্রাথমিকভাবে গ্রাহকরা স্কুটিটি বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস হিসেবে পরিচিত বিক্রয় ডট কম এর মাধ্যমে প্রি-অর্ডার করতে পারবেন।
লিন্ডি ১২৫ সিসি স্কুটিটি চায়নাতে তৈরি এবং ১ লিটার জ্বালানিতে ৬০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। আধুনিক ডিজাইনের ক্রিস্টাল হেডল্যাম্প, থ্রিডি ড্যাশবোর্ড এবং স্ট্রিমলাইন হ্যান্ডরেইল যুক্ত লিন্ডি স্কুটি কর্মজীবি মহিলা ও ছাত্রীদের জন্য খুবই উপযোগী ও আরামদায়ক হবে।
গ্রাহকরা সহজ কিস্তিতে লাল, নীল ও সোনালী রংয়ের আকর্ষণীয় স্কুটারটি কিনতে পারবেন।
১২৫ সিসি লিন্ডি স্কুটারটি কিনলেই গ্রাহকরা পাবেন ৬ বছর মেয়াদী অথবা ২০ হাজার ০০০ কিলোমিটার ওয়ারেন্টি, চারটি ফ্রি সার্ভিসিং, ১০ ডব্লিউ ৪০ গ্রেড লিউব অয়েল এবং হাউজুয়ে ব্র্যান্ডের একটি হেলমেট ও একটি চাবির রিং।
মন্তব্য চালু নেই