হাইকোর্টে সাক্ষ্য বাতিলের আবেদন খালেদার
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক সাক্ষীর সাক্ষ্য বাতিলের আবেদন করেছেন তার আইনজীবীরা। হারুন অর রশীদ নামের ওই ব্যক্তির সাক্ষ্য পুনরায় নেওয়ার আবেদন করা হয়েছে।
সোমবার খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিষ্টার এহসানুর রহমান আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে আজ এ বিষয়ে শুনানি হতে পারে।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।
প্রসঙ্গত,রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্ততরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে।
মন্তব্য চালু নেই