হাইকোর্টের অনুমতি পেলে দুবাই যাবেন সালমান!

সম্প্রতি ‘হিট এন্ড রান’ মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলিউড সুপারস্টার সালমান খান দুবাই যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন বলে জানা গেছে। হাইকোর্ট অনুমতি দিলেই শীঘ্রই দুবাইতে একটি শো’তে অংশ নিবেন এই বলি তারকা।

জানা গেছে, ২৯ মে দুবাইয়ে একটি শো-তে অংশ নিতে ভারতের উচ্চ আদালতের কাছে আর্জি জানিয়েছেন দাবাঙ্গ খ্যাত অভিনেতা সালমান খান। আর এর জন্যই অনুমতি নিতে আজ ২১ মে তিনি হাজির হয়েছিলেন মুম্বাই উচ্চ আদালতে।

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখে ‘হিট এন্ড রান’ মামলার দায়ে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলো নিন্ম আদালত। হিট এন্ড রান মামলায় সাজা পাওয়ার পর হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন সালমান খান। সালমান খানের আর্জিতে নিন্ম আদালতের দেয়া রায় স্থগিত করেছিলো ভারতের উচ্চ আদালত। তবে বিদেশ গমনসহ আরো কিছু বিষয়ের উপর আদালতের বিধিনিষেধ ছিলো।

এবার দেখার বিষয়, দুবাই যেতে সালমানকে কতোটা সুযোগ দেন ভারতের উচ্চ আদালত।



মন্তব্য চালু নেই