হাঁসের ভয়ঙ্কর আক্রমণ, উড়ে এসে চুল ধরে টেনে নিয়ে যায় মেয়েটিকে!

আপাতদৃষ্টিতে নিরীহ একটি পাখি বলেই পরিচিত। কিন্তু অবাক হয়ে যাবেন যদি দেখেন নিরীহ পাখিটির ভয়ঙ্কর আক্রমণ। ইন্টারনেটে এখন এই ছবিটিই ভাইরাল।

হাউটনের বাসিন্দা স্টিভি গিডেন ও তার পাঁচ বছরের বোন সামার, দু’জনে বাড়ির আশপাশেই খেলা করছিল।

একটু দূরে ছোট ছোট হাঁসের বাচ্চাদের দেখে দু’জনেই সেদিকে এগিয়ে যায়। হাঁসের বাচ্চাদের কাছে যেতেই ধেয়ে আসে মা হাঁস। এরপরই করে বসে ভয়াবহ আক্রমণ।

সুপারম্যানের মতো উড়ে এসে চুল ধরে টেনে নিয়ে গিয়ে হিঁচড়ে মাটিতে ফেলে দেয় সামারকে। ভয়ে কাঁদতে শুরু করে সামার। কিছুক্ষণের জন্য প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। তবে কেনোরকম চোট লাগেনি তার। কয়েক মিনিট পরই সুস্থ হয়ে যায় বাচ্চা মেয়েটি।

কাছে দাঁড়িয়ে থাকা এক প্রতিবেশী এ ঘটনার ছবি তুলে টুইটারে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। ২ মে ছবিটি পোস্ট হয়। এখনো পর্যন্ত ৫৮,৮০৫ টি লাইক পেয়েছে এবং টুইটারে রিটুইট হয়েছে ৪৪ হাজার বার।



মন্তব্য চালু নেই