হাঁসের আতঙ্কে আতঙ্কিত গ্লাসগো!

আচমকায় মাঝ রাস্তায় গাড়ির সামনে হাজির এক বিপুলাকৃতি হাঁস। তার আকার দেখলে চমকে যাওয়ারই কথা। কোথা থেকে আগমন, কোথায়ই বা তার গন্তব্যস্থল তা বুঝে উঠতে উঠতেই ভিড় জমে যায় রাস্তায়। হ্যাঁ, এমনই এক কাণ্ড ঘটেছে স্কটল্যান্ডের গ্লাসগোতে।

জানা গেছে, গ্লাসগোর এক গাড়ি এজেন্সির প্রদর্শনীতে এই বিশালাকৃতি হাঁসটি রাখা ছি। কিন্তু প্রবল হাওয়ায় তা উড়তে উড়তে পৌঁছে যায় একেবারে রাস্তার ওপরে। ব্যস্ত রাস্তায় তখন একের পর এক গাড়ি। কোনও দুর্ঘটনা না ঘটলেও, কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল।



মন্তব্য চালু নেই