হাঁটুর বয়সি অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন কেন? জানাচ্ছেন শাহরুখ খান
মাধুরী দীক্ষিত, জুহি চাওলা ও কাজলের মত অভিনেত্রীর সঙ্গে কাজ দিয়ে তাঁর বলিউড যাত্রা। আরবসাগরে জল অনেক বয়েছে, পুরনো সেই নায়িকাদেয় জায়গা নিয়েছেন নতুন নায়িকার দল। প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের পর এখন তিনি কাজ করছেন আলিয়া ভট্টের সঙ্গে। কিন্তু শাহরুখ খান জানাচ্ছেন, যা করছেন সবই বাজারের কারণে। বাজার যা চায়, তাই সরবরাহ করতে হয়, কারণ সে আপনার বাজারের খরচ জোগায়। তার দাবি না মেটালে মৃত্যু অবশ্যম্ভাবী।
৯০-এর শুরুতে মুম্বইতে পা রেখে শাহরুখসহ অভিনেত্রী হিসেবে পান মাধুরী, জুহি, কাজলদের।
ছিলেন করিশমা কপূর, উর্মিলা মাতন্ডকর। কিন্তু কাজল ছাড়া অন্য অভিনেত্রীরা অনেকদিন সরে গেছেন নায়িকাদের সারি ছেড়ে। বাণিজ্যিক ছবি দীর্ঘদিন দেখে না তাঁদের। কিন্তু শাহরুখ তো বটেই, তাঁর কিছু আগে বলিউডে আসা আমির খান আর সলমন খানও একইভাবে করে চলেছেন নায়কের চরিত্র।
মহিলাদের এক পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে শাহরুখ এ ব্যাপারে বলেছেন, মাধুরী, জুহি আর কাজল যেমন সুন্দরী তেমনই অসামান্য শিল্পী। তাঁদের জন্যই তিনি আজ স্টার, তাঁরা তাঁকে সব কিছু শিখিয়েছেন। তাই সুযোগ পেলে নিজের ছবিতে তাঁদের কাজ দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু কথা হল, যতই সৃষ্টিশীলতার কথা ভাবুন, দিনের শেষে সিনেমা একটা ব্যবসা। এর থেকেই যা কিছু রোজগার। তাই মানুষের দাবিকে অগ্রাহ্য করার চেষ্টা করলে টিকে থাকা যাবে না
এতদিন বলিউডে থেকে শাহরুখ বুঝে গেছেন, সিনেমা যদিও আর্ট কিন্তু তার সংজ্ঞা ঠিক করে দেয় বাজার। আর এই বাজারের বেশিরভাগ মুখ অল্পবয়সি মুখ দেখতে চায়। মানুষ ঠিক করে তারা কী দেখবে, ছবি নির্মাতা সেইমতো সরবরাহ করেন। এই দাবি মেনে না নিলে বাজারে তিনিও টিকতে পারবেন না বলে শাহরুখ মন্তব্য করেছেন।-এবিপি
মন্তব্য চালু নেই