হলিউড জগৎ, ‘আয়রন ম্যান’ এর পরবর্তী ছবিতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে

না কোথায় গিয়ে ঠিক শেষ করবেন সেটা এখনই বলা যাচ্ছে না। হলিউডের ফিল্ম ‘বে ওয়াচ’-এ অভিনয় করছেন তিনি। কিছুদিন আগেই কানে এসেছে এই খবর।
এখন শোনা যাচ্ছে, অনলাইন গেম ‘মার্ভেল’-এর একটি সুপারহিরোর (বলা ভাল সুপার গার্ল) চরিত্রে ভয়েস দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।
অনেকেই মনে করছেন তাঁর সুপার গার্ল হওয়ার পর হয়ত হলিউডের জনপ্রিয় সুপারহিরো ‘আয়রন ম্যান’ রবার্ট ডাউনি জুনিয়রের নজরে চলে আসতে পারেন প্রিয়ঙ্কা। আর যদি তাই হয় তাহলে ‘আয়রন ম্যান’ বা ‘অ্যাভেঞ্জার্স’-এর পরবর্তী ছবিতে হয়তো সুযোগ হয়েও যেতে পারে মিস মার্ভেলের!
বলিউডের বাইরে এখন প্রিয়াঙ্কা হলিউডেও অনেকেরই নজর কেড়েছেন। কোয়ান্টিকোর জন্য সম্প্রতি তিনি হলিউডের পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতেন।
প্রথম ভারতীয় হিসেবেই নয়, প্রথম সাউথ এশিয়ান অভিনেত্রী হিসেবে এই অ্যাওয়ার্ড জেতেন তিনি। তারপর আসে ‘বে ওয়াচ’ ছবিতে অভিনয়ের সুযোগ।
আর এখন আবার ভাল সুপার গার্ল চরিত্রে ভয়েস। সব মিলিয়ে খুব খুশি পিগি। সম্প্রতি ইনস্টাগ্রামে এবং ট্যুইটারে নিজেই তাঁর মিস ওয়ার্ল্ড থেকে মিস মার্ভেল হয়ে ওঠার কথা জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।
মন্তব্য চালু নেই