হলিউডে সর্বোচ্চ ব্যয়বহুল ১৫ ছবি

গল্প, অভিনয়, নির্মান, ক্যামেরা, কালার, সাউন্ড- অনেককিছুর উপর নির্ভর করে ভালো কিংবা সফল ছবি। তবে এ সবকিছুর পূর্ণাঙ্গ রূপ দেয় বাজেট। কত টাকা খরচ করে ছবি তৈরি হয়েছে- তাই গোড়ায় থাকে এই প্রশ্ন। হলিউডের ছবি রাজত্ব করে বিশ্বজুড়ে- তবে বাজেটটাও থাকে চোখ কপালে তোলার মত। বিখ্যাত ম্যাগাজিন ‘ফোর্বস’ জরিপে হলিউডের সর্বকালের সেরা ব্যায়বহুল ১৫ তালিকা-

১. ক্লিওপেট্রা (১৯৬৩)
ডিরেক্টর: জোসেফ ম্যানকিওয়িকজ, ড্যারেল জ্যানাক
নির্মাণ ব্যায়: ৪৪ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৬২ মিলিয়ন ডলার
মূল চরিত্র: এলিজাবেথ টেইলর, রিচার্ড বারটন, রেক্স হ্যারিসন

২. ওয়াটারওয়ার্ল্ড (১৯৯৫)
ডিরেক্টর: কেভিন রেনোল্ডস
নির্মাণ ব্যায়: ১৭৫ মিলিয়ন ডলার।
বক্স অফিস গ্রস: ২৬৪ মিলিয়ন ডলার।
মূল চরিত্র: কেভিন কোস্টনার, জিন ট্রিপলহর্ন, ডেনিস হুপার

৩. টাইটানিক (১৯৯৭)
ডিরেক্টর: জেমস ক্যামেরন
নির্মাণ ব্যয়: ২৮৫ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ১.৮ বিলিয়ন ডলার
মূল চরিত্র: লিওনার্দো ডি ক্যাপ্রিও, কেট উইন্সলেট

৪. টার্মিনেটর থ্রি: রাইজ অব দ্য মেশিনস (২০০৩)
ডিরেক্টর: জেমস ক্যামেরন
নির্মাণ ব্যয়: ২০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৪৩৩ মিলিয়ন ডলার
মূল চরিত্র: আর্নল্ড সোয়ার্জেনেগার, ক্রিসটানা লকেন

৫. স্পাইডার ম্যান টু (২০০৪)
ডিরেক্টর: স্যাম রেইমি
নির্মাণ ব্যয়: ২০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৭৮৩ মিলিয়ন ডলার
মূল চরিত্র: টবি ম্যাগুয়ার, আলফ্রেড মলিনা, ক্রিস্টেন ডানস্ট

৬. কিং কং (২০০৫)
ডিরেক্টর: পিটার জ্যাকসন
নির্মাণ ব্যয়: ২০৭ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৫৫০ মিলিয়ন ডলার
মূল চরিত্র: অ্যাড্রিয়েন ব্রডি, নাওমি ওয়াটস, জ্যাক ব্ল্যাক

৭. সুপারম্যান রিটার্নস (২০০৬)
ডিরেক্টর: ব্রায়ান সিঙ্গার
উৎপাদন ব্যয়: ২০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৩৯১ মিলিয়ন ডলার
মূল চরিত্র: ব্র্যান্ডন রাউথ, কেভিন স্পেসি, কেট বোসওয়ার্থ

৮. পাইরেটস অব দ্য ক্যারাবিয়ন: ডেড ম্যানস চেস্ট (২০০৬)
ডিরেক্টর: গোর ভারবিন্সকি
নির্মাণ ব্যয়: ২২৫ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ১,০৬ বিলিয়ন ডলার
মূল চরিত্র: জনি ডেপ, অরলান্ডো ব্লুম, কেরা নাইটলি, জেফ্রি রাশ

৯. এক মেন লাস্ট স্ট্যান্ড (২০০৬)
ডিরেক্টর: ব্রেট রাটনার
নির্মাণ ব্যয়: ২১০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ২৩৪ মিলিয়ন ডলার
মূল চরিত্র: হিউ জ্যাকম্যান, হলি বেরি, প্যাট্রিক স্টুয়ার্ট

১০. স্পাইডার ম্যান থ্রি (২০০৭)
ডিরেক্টর: স্যাম রেইমি
নির্মাণ ব্যয়: ২৫৮ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৮৯০ মিলিয়ন ডলার
মূল চরিত্র: টবি ম্যাগুয়ার, ক্রিস্টেন ডানস্ট, জেমস ফ্রাঙ্কো

১১. পাইরেটস অব দ্য ক্যারাবিয়ন: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড (২০০৭)
ডিরেক্টর: গোর ভারবিন্সকি
নির্মাণ ব্যয়: ৩০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৯৬০ মিলিয়ন ডলার
মূল চরিত্র: জনি ডেপ, অরলান্ডো ব্লুম, কেইরা নাইটলি, জেফ্রি রাশ

১২. কোয়ান্টাম অব সোলাস
ডিরেক্টর: মার্ক ফরস্টার
নির্মাণ ব্যয়: ২০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৫৮৬ মিলিয়ন ডলার
মুল চরিত্র: ড্যানিয়েল ক্রেগ, ওলগা কুরিলেঙ্কো

১৩. দ্য ক্রনিকলস অব নার্নিয়া: প্রিন্স ক্যাসপিয়ান (২০০৮)
ডিরেক্টর: অ্যান্ড্রু অ্যাডামসন
নির্মাণ ব্যয়: ২০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৪১৯ মিলিয়ন ডলার
মূল চরিত্র: বেন বার্নেস, জর্জি হেনলি, স্কানডার কেনেস

১৪. অ্যাভাটার (২০০৯)
ডিরেক্টর: জেমস ক্যামেরন
নির্মাণ ব্যয়: ২৩৭ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ২ বিলিওন ডলার
মূল চরিত্র: স্যাম ওয়ারদিংটন, জো সালডানা

১৫. দ্য ডার্ক নাইট রাইজেস (২০১২)
ডিরেক্টর: ক্রিস্টোফার নোলান
নির্মাণ ব্যয়: ২৩০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ১.০৮৪ বিলিওন ডলার
মূল চরিত্র: ক্রিস্টিয়ান বেল, মাইকেল কেনি, গ্যারি ওল্ডম্যান



মন্তব্য চালু নেই