হলিউডে প্রবেশ করছেন ‘পর্নো স্টার’ মিয়া খলিফা!
তবে কি এবার হলিউডে প্রবেশ করছেন লেবানিজ মার্কিন পর্নো তারকা ও মডেল মিয়া খলিফা! এ নিয়েই চলছে গুঞ্জন।এই আলোচিত তারকার একাধিক ঘনিষ্ঠ সূত্রের তথ্যানুযায়ী, এ লক্ষ্যে প্রস্তুতিও শুরু করেছেন তিনি।
আনন্দবাজার বলছে, তিনি অভিনেত্রী। তবে মেনস্ট্রিমে তাকে দেখা যায় না। তিনি পর্নো ছবিতে অভিনয় করেন। প্রশ্ন একটাই, এ বার কি হলিউডেও এন্ট্রি নেবেন তারকা? তিনি মিয়া খলিফা।
সম্প্রতি মিয়াকে নিয়ে এই নতুন গুঞ্জন শুরু হয়েছে হলি টাউনে। এর আগেও বহু পর্ন তারকা মেনস্ট্রিমে এসেছেন। তাই মিয়া যদি পরবর্তী ক্ষেত্রে মূল ধারার অভিনয়ে আসেন তাতে অবাক হওয়ার কারণ নেই।
আনন্দবাজার জানায়, কিন্তু মিয়ার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মূল ধারার অভিনয়ে আসার আগে পুরোদস্তুর অভিনয় শিখে আসতে চান তিনি। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি মিয়া নিজে।
তবে ভবিষ্যতে হয়তো তাকে হলিউডে দেখা যেতে পারে— এমনই ইঙ্গিত দিয়েছে ওই সূত্র। হয়তো শিগগিরই সাবেক পর্নো তারকা সানি লিওনের পথেই হাটবেন খলিফা।
মন্তব্য চালু নেই