হলিউডে অন্তরঙ্গ দৃশ্যে প্রিয়াংকা (ভিডিও)

বলিউডের দেশি গার্ল ও সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াংকা চোপড়া এবার নিজের সাফল্যের খাতায় যুক্ত করলেন আরেকটি নতুন পালক।
এবার হলিউডের একটি টিভি সিরিয়ালে অভিনয় করলেন এই নায়িকা। হলিউডের নতুন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’তে এফবিআই’র চরিত্রে দেখা যাবে বলিউডের এই হার্টথ্রুবকে।
সম্প্রতি নিজের টুইট একাউন্টে সেই সিরিয়ালের ট্রেলার আপলোড করে প্রিয়াংকা বলেন ‘আমি খুবই নার্ভাস’।
ট্রেলারে দেখা যায়, সিরিয়ালটিতে গাড়ির ভিতর একটি সহঅভিনেতার সাথে অন্তরঙ্গ দৃশ্যে অংশ নিয়েছেন প্রিয়াংকা। পাশাপাশি একটি লিপ কিসেও করেছেন বলিউডের এই আবেদনময়ী নায়িক

https://youtu.be/s7gJ74ARN84

































মন্তব্য চালু নেই