হলিউডকে টেক্কা দিতে তৈরি ‘রেঙ্গুন’, ট্রেলার রিলিজ করার পর হাজারো কৌতূহল, কিন্তু কেনো?
হলিউডকে টেক্কা দিতে পারে বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ সিনেমা। এবছরের সবচেয়ে অপেক্ষিত এই সিনেমায় রয়েছেন সইফ আলি খান, কঙ্গনা রানাওয়াত ও শাহিদ কাপুর।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্মা (পড়ুন মায়ানমার)-র প্রেক্ষাপটে তৈরি এই সিনেমাটি। শুক্রবার সিনেমার ট্রেলার রিলিজ করার পরই সিনেমাপ্রেমীদের কৌতূহলের শেষ নেই।
ছবির ট্রেলারে দেখা গিয়েছে, ছবির পরিচালক চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। যে কিনা সেইসময়ের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনাকে ভালোবাসে। ব্রিটিশ সরকারের ইচ্ছায়, মায়ানমারে যুদ্ধবিধ্বস্ত ভারতীয় সেনাদের মনোরঞ্জন করার জন্য কঙ্গনাকে পাঠানো হয়। সেখানেই দেখা হয় শহিদ কাপুরের সঙ্গে।
বছরের শুরুতেই ধামাকাদার সিনেমা উপহার দিতে চলেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। অন্তরঙ্গ মূহুর্ত, অ্যাকশন, মিউজিক, কমেডি সব মশলাই এই ছবিতে রয়েছে।
কলাকুশলীদের অভিনয়ের মাত্রা যে কোথায় পৌঁছাতে পারে, তা ট্রেলারেই প্রকাশ পেয়েছে। হায়দার, ওমকারা, মকবুল, কামিনের পর বিশাল ভরদ্বাজের রেঙ্গুন মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি। সইফ আলি খান, শহিদের সঙ্গে আগে কাজ করলেও, কঙ্গনার সঙ্গে এই প্রথমবার কাজ করেছেন এই বিশিষ্ট পরিচালক।-এই সময়
মন্তব্য চালু নেই