হরিণ শিকারের মামলায় সালমান-সাইফদের আদালতে তলব
আগামী ২৫ জানুয়ারির মধ্যে জোধপুর আদালত সুপারস্টার সালমান খান, সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নিলাম এবং টাবুকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। এ খবর প্রকাশ করেছে ইকোনোমিক টাইমস, ট্রিবিউনসহ অন্যান্য মিডিয়া।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’এর শ্যুটিং চলাকালীন সলমন এবং বাকি তারকারা হরিণ শিকার করেছিলেন। সেই সময়ই তাঁদের বিরুদ্ধে সেখানকার স্থানীয় বিশনোই গোষ্ঠী থানায় অভিযোগ দায়ের করেছিল।
সালমানকে পাঁচ দিন জেল হেফাজতেও কাটাতে হয়েছিল। তারপর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। সেই মামলাই এখনও চলছে।
পরবর্তীতে রাজস্থান হাইকোর্ট মামলার ভার নিয়েছে। মামলার মীমাংসা করার প্রয়োজনে তারকাদের ডাক পড়েছে আদালতে, এমনটাই খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া।
মন্তব্য চালু নেই