হরিণকে উড়িয়ে নিয়ে যাচ্ছে চিল! (ভিডিও)

বিশ্বের সবচেয়ে সাহসী পাখি হিসেবে আমরা সকলে ঈগল পাখীকে জানি। এটি বিশ্বের সকল ধরণের পাখিদের মধ্যে সবচেয়ে বেশি সাহসী। এদের পায়ের নখ এতো বেশি ধারালো থাকে যে, এরা এক আঘাতে শরীর থেকে কেজি কেজি মাংস তুলে নিয়ে যেতে পারে।

অনেকেই বলে থাকে, ঈগল শুধু নিজেদের শিকার করা খাবার গ্রহণ করে থাকে। এরা পড়ে থাকা কোন খাদ্য গ্রহণ করে না। ঈগলের এক অসাধারণ শিকারের দৃশ্য পর্বতে দেখা গেছে। কেউ একজন সেই দৃশ্য ধারণ করেছে। ঈগলদের পাহাড়ে ঘুরাঘুরি করতে তেমন একটা দেখা যায় না। তবে এবার দৃশ্য ছিল কৌতূহলী।

ভিডিওটিতে দেখা যায়, একটি ঈগল পাহাড়ের উপর বসে বসে নিজের খাবারের জন্য বিভিন্ন দিকে দৃষ্টিপাত করছেন। এরপর সে হরিণের একটি দল দেখতে পান। তারপরে ঈগলটি সেই হরিণের দলের মাঝে একটিকে টার্গেট করে উড়াল দেয়।

এরপর, ঈগলটি উড়তে উড়তে একটি হরিণের নিকট পৌঁছে এবং হরিণটিকে তার পায়ের থাবার মধ্যে উঠিয়ে নিয়ে যেতে চায়। তারপরের ঘটনা জানার জন্য ভিডিও দেখুন।

ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই