সিরাজগঞ্জ এর কিছূ খবর
হরতাল অবরোধ ও নাশকতার প্রতিবাদে সিরাজগঞ্জে আওয়ামীলীগের মিছিল
২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ-হরতাল ও নাশকতার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সোমবার সকালে সিরাজগঞ্জ শহরের কাঠেরপুল থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজার স্টেশন গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইছহাক আলী, সাধারন সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল প্রমুখ।
উল্লাপাড়ায় অস্ত্রসহ যুবক আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে পাইপগান ও দেশি অস্ত্রসহ সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১১টার উপজেলার বালশাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সিরাজুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বজ্রপাড়া গ্রামের আজমত প্রামনিকের ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাতে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ী এলাকায় টহলরত পুলিশ সদস্যরা তিন আরোহীকে থামানোর চেষ্টা করে।
এসময় মোটরসাইকেল ফেলে ঐ তিন আরোহী পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সিরাজুল ইসলামকে আটক করেন।
পরে তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান, এক রাউন্ড গুলি, হাঁসুয়া ও ডেগার উদ্ধার করে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হরতালের সমর্থনে সিরাজগঞ্জে ছাত্রদলের মিছিল, আটক ১
হরতাল ও অবরোধের সমর্থনে সিরাজগঞ্জে কামারখন্দে মিছিল সমাবেশ করেছে কামারখন্দ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার সকাল ১০টায় হাজী কোরব আলী ডিগ্রী কলেজ থেকে মিছিলটি বের হয়ে রেলগেটে গিয়ে শেষ হয়।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল আলিম, যুগ্ম-আহবায়ক হাসনাতে রাব্বি সুমন, শাহান রোজা, কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।
সকালে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সিমান্ত বাজার এলাকায় হরতাল সমর্থকরা যানবাহনে হামলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান কয়েকজন যুবক যানবাহন লক্ষ করে ইটপাটকেল ছুড়ে। এসময় মহাসড়কে অবস্থানরত পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে নাশকতা চেষ্টার অভিযোগে উল্লাপাড়া উপজেলা থেকে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা রুটের বাসসহ মালবাহি ট্রাক চলাচল করছে। শহরের কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল করছে।
জেলায় যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশসহ আইন শৃঙ্খলারক্ষাকারি বাহীনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।
মন্তব্য চালু নেই