‘হরতাল-অবরোধের তামাশা বন্ধ হয়ে যাবে’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শিগগিরই হরতাল-অবরোধের তামাশা বন্ধ হয়ে যাবে।
মতিঝিলের বকচত্বরে রবিবার জাতীয় শ্রমিক লীগ আয়োজিত হরতাল-অবরোধের প্রতিবাদে এক সমাবশে তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, ‘হরতাল-অবরোধ এখন তামাশায় পরিণত হয়েছে রাস্তায় তীব্র যানজট। অতিশীঘ্রই এ তামাশা বন্ধ হয়ে যাবে। তামাশার এ হরতালের জন্য ভবিষ্যতে আমরাও সত্যিকারের হরতাল করতে পারবো না।’
হরতাল-অবরোধ চলছে কিনা খালেদা জিয়াকে রাস্তায় বের হয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যখন আন্দোলন করেছি পুলিশ আমাদের ফুল দিয়ে বরণ করেনি। আমরাও মার খেয়েছি। আর আপনি নিজেই বন্দী হয়ে আছেন, কেউ আপনাকে বন্দী করেনি। সেখানে বসে বসে নির্দেশ দিয়ে মানুষ হত্যা করছেন।’
‘বিদেশীদের পায়ে ধরে লাভ নেই’ মন্তব্য করে খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘কোনো বিদেশীর কথায় সংলাপ হবে না, সংলাপের প্রশ্নই ওঠে না। সংলাপ হবে ২০১৯ সালে নির্বাচন কমিশনের সাথে, কোনো সন্ত্রাসীর সঙ্গে নয়। কারণ, ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না। ঘর থেকে বের হয়ে মাঠে আসুন। সামনের নির্বাচনে বিশ্বকাপের মতো খেলা হবে। সেই খেলায়ও শেখ হাসিনার বিজয় হবে।’
বিএনপি এখন ‘আন্ডারগ্রাউন্ড’ দলে পরিণত হয়েছে আর খালেদা সেই দলের জঙ্গিনেত্রীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
আয়োজক সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, দফতর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
মন্তব্য চালু নেই