‘হরতালে জ্বালাও-পোড়াও বরদাস্ত করা হবে না’

হরতালে সহিংসতা বা জ্বালাও-পোড়াও করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার মিরপুরে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের হরতালের দিন দোকান-পাট খোলা থাকবে। রাস্তাঘাট সচল থাকবে। যদি কেউ রাস্তায় নেমে যানবাহন বন্ধের চেষ্টা করে, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, তাহলে আইন-শৃংখলা বাহিনী ও জনগণ তাদের প্রতিহত করবে। কেউ যদি নাশকতার চেষ্টা করে, বোমাবাজি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র চলছে। দেশে কোনো জঙ্গি নেই। কোনো আইএসও নেই। টাকার বিনিময়ে তাবেলা সিজারকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক চক্রান্তকারীরা বাংলাদেশে তাদের ঘাঁটি বানাতে চায়। এদের সঙ্গে রয়েছে দেশের কিছু ধর্মান্ধ লোক। আলোর পথে আল্লাহর নির্দেশ মেনে চলি। আর সেটা জঙ্গিবাদ সহিংসতা নয়, শান্তির পথে। নামাজের আগে বা পরে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলুন। মাদকের বিরুদ্ধে কথা বলুন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, স্থানীয় সাংসদসহ অন্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই