সোমবারের পরীক্ষা শুক্রবার

হরতালের দিনে পরীক্ষা হবে না

শুধুমাত্র হরতালের দিনগুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার দুপুর ১২টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের অরাজক পরিস্থিতি বিবেচনা করে হরতালের দিনগুলোতে পরীক্ষা পেছানো হয়েছে। হরতালের কারণে সোমবারের এসএসসি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। যেসব দিনগুলোতে হরতাল নেই ওইসব দিনের পরীক্ষা নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে।

সোমবার থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।



মন্তব্য চালু নেই