হরতালকারীদের ঘুম পাড়িয়ে রাখবেন নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বছেছেন, ‘হরতাল নৈরাজ্যকারীদের অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখতে চাই। ভেজাল ওষুধ যারা তৈরি করে তাদেরকেও অ্যানেসথেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে চাই।’
বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিলন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি নির্মূলে আমেরিকাকে নয়, বাংলাদেশকেও অনুসরণ করতে হবে। জঙ্গি নির্মূলে বাংলাদেশ সারা পৃথিবীর কাছে রোল মডেল হয়ে থাকবে।’
অ্যানেসথেসিয়া বিষয়ে তিনি বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে মুগদা, কুর্মিটোলা, ইএনটির মতো হাসপতালগুলো করলেও অ্যানেসথেশিয়ার কারণে অপারেশন বন্ধ আছে। এটা মেনে নেয়া যায় না।’
এ বিষয়ে ডিগ্রি নেয়ার জন্য তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের অনুরোধ করেন। সেই সঙ্গে তিসি ঘোষণা দেন, যারা অ্যানেসথেশিয়ার ওপর ডিগ্রি নেবে তাদের প্রণোদনা দেয়া হবে।’
বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউ এর ভিসি ডা. প্রাণগোপাল দত্ত, সোসাইটটির সভাপতি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম এবং ডা. এম ইকবাল আর্সালান, অধ্যাপক ডা. কণককান্তি বড়ুয়া।
মন্তব্য চালু নেই