হযরত মকবুল আহমদ নদিমপুরীর বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিদ সম্পন্ন

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুরে শায়িত পীরে কামেল মুর্শিদে বরহক মূফতি-এ-আজম আশেকে রাসূল (দঃ) আশেকে গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ) হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ ছুফি সৈয়দ মকবুল আহমদ (রহঃ) নদিমপুরী ছাহেব কেবলার ২৯তম বার্ষিক ওরশ শরীফ ও সারারাত ব্যাপী আজিমুশশান মিলাদ মাহফিল ১৫ই ফেব্র“য়ারী রবিবার ওরশ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যেগে নদিমপুর মকবুলিয়া দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এতে হুজুরের খেলাফত প্রাপ্ত সাহেবজাদা হযরত মাওলানা মুহাম্মদ মাহাবুবুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হযরতুল মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান যুক্তিবাদী।

বিশেষ অতিথি ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ রুহুল আমিন, হযরত মাওলানা মূফতি আসাদুল্লাহ, প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাছান রেজা আল-কাদেরী, বিশেষ বক্তা ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা সৈয়দ নূর মুহাম্মদ আল-কাদেরী, হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ হারুন উর রসিদ নকসবন্দী, মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম প্রমুখ।

এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও মাজার নির্মাণ কমিটির সভাপতি মুহাম্মদ জমিরুল হক। উক্ত ওরশ শরীফের কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে জোহর খতমে কোরআন, বাদে আছর গরু, মহিষ জবাই, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে ফজর তাবরুক বিতরণের মধ্যদিয়ে শেষ হয়।



মন্তব্য চালু নেই