হবু শাশুড়ির জন্য আনুষ্কার উপহার

‘দিল ধড়কনে দো’ ছবির প্রচারণায় গত কয়েকদিন ধরেই দিল্লিতে ছিলেন আনুষ্কা শর্মা। প্রচারণা শেষে বাকি সব অভিনেতারা মুম্বাই ফিরে গেলেও তিনি রয়ে গেলেন দিল্লিতে। বিরাট কোহলির সঙ্গে দেখা করবেন বলেই তার এই ক্ষণিক অবসর।

শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ট্যুরের আগে আনুষ্কার সঙ্গে একান্তে কিছু সময় কাটাতে চাইছিলেন বিরাট, তাই এই ব্যবস্থা। তবে তারা যে নিজেদের মত করেই সময় কাটালেন, তা নয়। বিরাটের বেশ কিছু কাছের বন্ধু আর পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন আনুষ্কা। ডি এল এফ এম্পারিওতে শপিং করতেও দেখা গেছে এই প্রেমিক জুটিকে। অানুষ্কা নাকি বিরাট আর তার পরিবারের সবার জন্য শপিং করেছেন।

আনুষ্কা2হবু শাশুড়িকে বিশেষ একটি শাড়ি উপহার দিয়েছেন আনুষ্কা। কিছুদিন আগেই শোনা যায়, ‘দিল ধড়কনে দো’ এবং আনুষ্কার সাফল্যের জন্য পুজা দিয়েছেন বিরাটের মা সরোজ কোহলি। হয়তো তাই হবু বউমার পক্ষ থেকে এই শাড়ি।



মন্তব্য চালু নেই