হবিগঞ্জে বজ্রপাতে একই পরিবারের ৪ জন নিহত

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বজ্রপাতে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আমতলী চা বাগানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আমতলী চা বাগানের শ্রমিক সবিন উড়ার ছেলে সঞ্জয় উড়া (২২) ও তার ভাই দীপক (৩৪), দীপক পালের ছেলে বিপ্লব (১৪) ও মেয়ে রজনী (১১)।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, শুক্রবার রাতে তারা উপজেলার আমতলী চা বাগানে কাজ করছিল। রাত ৯টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটলে সঞ্জয়, তার ভাই দীপক ও মেয়ে রজনী (১১) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত দীপক পালের ছেলে বিপ্লবকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে সে মারা যায়।



মন্তব্য চালু নেই