হন্ডা নিয়ে এল নতুন সুপারস্পোর্টস বাইক
নতুন প্রজন্মের পছন্দ স্পোর্টসবাইক। এই একটি থাকলে জীবনটাই অন্যরকম হয়। জেনে নিন এই নতুন বাইকের টেকনিক্যাল ডিটেলস।
হন্ডার বাইক নিয়ে ভারতীয়দের কাছে নতুন করে কিছু বলার নেই। বিশেষ করে সিবি সিরিজের বাইকগুলি তো ইয়ং ইন্ডিয়ানদের মন জয় করে রেখেছে গত দু’দশক ধরে। এই জাপানিজ কোম্পানি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের নতুন ‘আরআর’ বাইক— ‘সিবিআর২৫০আরআর’।
এই নতুন বাইকের টেকনিক্যাল ডিটেলস দেখে নিন এক নজরে—
১. এই বাইকের মূল বিশেষত্ব হল এটি লাইটওয়েট এবং অপেক্ষাকৃত কম ওজনের সুপারস্পোর্টস বাইক লঞ্চ করাই ছিল কোম্পানির উদ্দেশ্য।
২. রয়েছে ডুয়াল সিলিন্ডার ২৫০ সিসি ইঞ্জিন কিন্তু এমনভাবে ডুয়াল সিলিন্ডারটি বসানো হয়েছে যাতে তা জায়গা নেয় সিঙ্গল সিলিন্ডারের স্ট্যান্ডার্ড স্পেসের মতোই।
৩. ইঞ্জিনটি ফোর স্ট্রোক, এইট-ভালভ, প্যারালাল টুইন লিকুইড কুলড সিলিন্ডার।
৪. রাখা হয়েছে শার্প এবং অ্যাঙ্গুলার স্টাইলিং যা নতুন প্রজন্মের প্রায় সব বাইকেই দেখা যায় ইদানীং। শুধু তাই নয়, এই ধরনের ডিজাইন বাইকের ভেলোসিটি বাড়াতেও সাহায্য করে।
৫. এই বাইকের সর্বোচ্চ পাওয়ার ৩৫-৩৮ বিএইচপি এবং সর্বোচ্চ টর্ক ২৬-২৯ এনএম।
৬. রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স এবং ডিজিটাল স্পিডোমিটার।
৭. গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার এবং সিট হাইট ৭৯০ মিলিমিটার।
৮. ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৪.৫ লিটার।
৯. টপ স্পিড ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
১০. এছাড়া এই বাইকে রয়েছে অ্যালুমিনিয়াম সুইং আর্ম, ফাইভ-স্টেপ প্রি-লোড অ্যাডজাস্টেবল শক এবং আপসাইড ডাউন ফর্ক।
মন্তব্য চালু নেই