হত্যা-গুমের ভয়ে বাঙালি নীরব হবে না

হত্যা-গুমের ভয়ে বাঙালি নীরব হবে না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক নাগরিক শোকসভায় এ মন্তব্য করেন কামাল হোসনে। গণফোরামের নির্বাহী সভাপতি কমান্ডার আবদুর রউফের স্মরণে এ শোকসভার আয়োজন করা হয়।

সভায় ড. কামাল হোসেন ছাড়াও বক্তব্য রাখেন- জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, কমরেড খালেকুজ্জামান, মোস্তাফা মহসিন মণ্টু, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গীতালি হাসান প্রমুখ।

ড. কামাল বলেন, ‘বিরোধ থাকলে কথা-বার্তা বলতে হবে। সংলাপে অপরাধ কী?’

আক্ষেপ করে তিনি বলেন, ‘২০০৮ সালের পর সংস্কার শব্দটি খারাপ হয়ে গেল। এখন আবার সংলাপ শব্দটি খারাপ হয়ে যাচ্ছে। দুনিয়ার কোথাও সংলাপ, সংস্কার খারাপ শব্দ নয়।’

আ স ম আবদুর রব বলেন, ‘লক্ষ কোটি মানুষকে হত্যা করে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না।’

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ডিসিসি ভাগ করার কারো দাবি ছিল না। কিন্ত ভাগ করা হলো। এর কারণ হলো ক্ষমতাসিনরা নির্বাচনে জিততে পারবেন না। আবার এর আগে যখন নির্বাচন প্রস্ততি নেয়া হলো তা রিট করিয়ে বন্ধ করা হলো। কারণ, ওই একটিই। এখন নির্বাচন দেয়া হচ্ছে কিন্ত ছক গোলমাল হয়ে গেছে। তারা ভেবেছিল প্রতিপক্ষ নির্বাচনে আসবে না। কিন্ত এসেছে। এখন আবার শুনছি উত্তর সিটি আমার আর দক্ষিণ তোমার করে ভাগাভাগি হবে।’

সিটি করপোরেশন নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ দাবি করেন সেলিম।



মন্তব্য চালু নেই