হত্যার দায়িত্ব পুলিশকে দিয়েছে সরকার : রিজভী

‘র‌্যাবের বদনাম হওয়ায় হত্যার দায়িত্ব পুলিশকে দিয়েছে সরকার’ এমন অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘পুলিশকে যে হত্যার দায়িত্ব দেয়া হয়েছে তা তারা আন্তরিকতার সাথে পালন করছেন। ঈদের আগে আওয়ামী লীগের পুরস্কার হলো ক্রসফায়ার, গুম ও খুন।’

তিনি বলেন, ‘সাতক্ষীরার তালা উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও শারিকা কলেজের অধ্যাপক এস এম বিপ্লবকে পুলিশ ধরে নিয়ে বন্দুক যুদ্ধের নাম করে গুলি করে। তাতে বিপ্লবের মৃত্যু না হলে প্রথমে পুলিশ অত্যন্ত মারধর করে। পরে আওয়ামী সন্ত্রসীরা এসে তাকে অমানবিক নির্যাতন করে মেরে ফেলে।’

বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, ‘বিরোধীদল নির্মূলের জন্য যে কর্মসূচি সরকার নিয়েছে তা তারা অত্যান্ত পরিকল্পনা মাফিক পালন করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সরকারের পক্ষে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের তাৎপর্য হলো সন্ত্রাস, গুম, খুন আর দুর্নীতি। তারা একটি হত্যার পর আরেকটি হত্যার জন্য তৎপর হয়ে ওঠে। তাদের বাধা দিতে না পারলে দেশে বসবাস করা যাবে না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুব দলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আযাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই