হতাশা কাটাতে পুল পার্টিতে নেইমার!
লাল কার্ড দেখে কোপা আমেরিকা থেকে ছিটকে যান নেইমার। এরপর কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় তার দল ব্রাজিলও। শিরোপা জয়ের আশা নিয়ে গিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে। তার সঙ্গে অতিরিক্ত হতাশা হয়ে দেখা দিয়েছে নেইমারের নিষেধাজ্ঞা। এই হতাশা কাটাতে লাস ভেগাসে পুল পার্টিতে অংশ নিয়েছেন নেইমার। সেখানে সুন্দরী ললনাদের সঙ্গে নাচতে ও গাইতে দেখা যায় তাকে।
পুল পার্টিতে তিনি ছবি তোলেন ব্রাজিলের মডেল কামিলা অলিভেইরার সঙ্গে।
শিগগিরই নেইমার যোগ দেবেন বার্সেলোনার শিবিরে। স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলবেন মৌসুম পূর্ব প্রস্তুতি ম্যাচ। আর ২২ আগস্ট থেকে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগা।
মন্তব্য চালু নেই