ভাংচুরকৃত খালেদার গাড়ি দেখলো
হঠাৎ বিএনপির সঙ্গে কূটনীতিকদের বৈঠক
বিএনপির এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। তবে এ বৈঠক নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে শুরু হয় এ বৈঠক শেষ হয় বিকেল সাড়ে ৫টার দিকে। এতে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ, মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর, এম এ কাইয়ুম।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক প্রতিনিধিসহ বেশ কয়েকটি রাষ্ট্রের কূটনীতিকরা বৈঠকে অংশ নেয় বলে জানা গেছে।
বৈঠকের আগে কূটনীতিকরা সোমবার হামলায় ভাঙচুর করা খালেদার গাড়িবহরের গাড়িগুলো ঘুরে দেখেন।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ৬টার দিকে কাওরান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় একদল লোক। এসময় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
মন্তব্য চালু নেই