হঠাৎ দলবল নিয়ে সঞ্জয়ের বাড়িতে শাহরুখ !
মুম্বাই বিস্ফোরণ মামলায় ফেঁসে যাওয়া তারকা অভিনেতা সঞ্জয় দত্ত কারাবন্দি থেকে মুক্তি পেলেন গত ২৫ ফেব্রুয়ারি। মুক্তির পর হঠাৎই সঞ্জয়ের সাথে দেখা করতে দলেবলে তার বাড়ি চলে এলেন বলিউড বাদশা শাহরুখ খান।
২৫ ফেব্রুয়ারি তার মুক্তির পর তার সঙ্গে সাক্ষাৎ করতে বলিউডের বন্ধু বান্ধুবসহ দেখা করতে আসেন সকল শুভাকাঙ্ক্ষিরা। কিন্তু তাদের মধ্যে ছিলেন না বলিউড বাদশা শাহরুখ খান। অতঃপর হঠাৎই দেখা করতে বাড়ি চলে এলেন শাহরুখ!
গতকাল রাত তিনটায় সঞ্জয় দত্তের বান্দ্রার ইম্পেরিয়াল হাউসে চলে এলন বলিউদ বাদশা শাহরুখ খান। সেখানে মুন্না ভাইয়ের সঙ্গে অন্তত দুই ঘন্টা কথা বলেন শাহরুখ। তারপর ভোররাতে বিদায় নেন তিনি।
গত রাতে শুধু শাহরুখ খানই সঞ্জয়ের সঙ্গে দেখা করতে আসেননি। বরং শাহরুখের আগে একই বাড়িতে সঞ্জয়ের সঙ্গে দেখা করে গেছেন তারই নিকটতম বন্ধু সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, আর মাধবান এবং ইয়ু ইয়ু হানি সিংয়ের মত তারকা অভিনেতারা।
মন্তব্য চালু নেই