হঠাৎ ছুটিতে ক্রিকেটারদের জুম্মা আদায়
বৃষ্টি বাঁধা হয়ে না দাঁড়ালে পেশাগত দায়িত্ব পালনে হয়তো তারা থাকতেন মিরপুর স্টেডিয়ামে। হয়তো পুরো দল একসাথে ফিল্ডিং , নয়তো দুজন ব্যাট হাতে মাঠে, বাকিরা ড্রেসিংরুমে।
কিন্তু শুক্রবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। তাইতো ক্রিকেটাররা পেয়ে গেলেন এক সাথে জুম্মা আদায়ের সুযোগ। জুম্মা আদায় শেষে ফেরার পথের এই ছবিটি পাওয়া গেল নাসির হোসেনে ফেসবুক পেজে।
মন্তব্য চালু নেই