হঠাৎ গোলাগুলির মধ্যে পড়ে গেলে কি করবেন

গুলশানে নর্ডিক ক্লাব এবং লেক ভিউ ক্লিনিকের ওদিকে শুনলাম গোলাগুলি হচ্ছে। এরকম যদি হয়, সেইফটির জন্য নীচের বিষয়গুলো

মনে রাখুন:

এক) এটা মুভি না, এখানে সত্যিকারের ক্যাজুয়ালটি হতে পারে। কৌতুহল দেখাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করবেন না। পরিবারের কথা ভাবুন।

দুই) আশে পাশের বিল্ডিং থেকে উঁকিঝুঁকি দেবেন না। যদি গোলাগুলি হয় সেক্ষেত্রে এদিক ওদিক ছুটে আসা গুলি আপনাকে আহত/নিহত করতে পারে।

তিন) পুলিশকে তার কাজ করতে দিন। Let the professionals do their job.

চার) রাস্তার পাশের বিল্ডিং এ যারা আছেন ওখানে বাচ্চাদেরকে অতি অবশ্যই জানালা থেকে দূরে রাখুন, নিজেও দূরে থাকুন। আলো নিভিয়ে দিন।

এই ঘটনায় আপনার একমাত্র কাজ হচ্ছে নিজেকে নিরাপদ রাখা।

Mashroof Hossain-এর ফেসবুক থেকে নেওয়া



মন্তব্য চালু নেই