হঠাৎ এত হট কেন শ্রুতি, বলতে পারেন?
ও মাই গড! হঠাৎ এত হট কেন শ্রুতি হাসান! শ্রুতি হাসানকে যেন চেনাই যাচ্ছে না। এতটাই হট লাগছে তাকে।
এর আগে তাকে অবশ্যই হটেস্ট অবতারে দেখা গিয়েছিল। কিন্তু GQ ম্যাগাজিনের জন্য তিনি যে ফোটোশুট করলেন তাতে তাকে দেখে হট অ্যালার্ট আরো খানিকটা বাড়িয়ে দিলেন বলিউড ডিভা শ্রুতি হাসান। তাকে দেখে বাইরের তাপমাত্রার সঙ্গে তার ভক্তদের মনের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে।
বিজেন্দ্র ভরদ্বাজের স্টাইল আর দীপা বর্মার মেকআপ তাকে আরো বোল্ড করে তুলেছে।
কমল হাসান কন্যা যে অভিনয়ে তুখোড় তার প্রমাণ তো আগেই দর্শক পেয়েছে। পাশাপাশি তিনি অসাধারণ গায়িকা এবং সুরকারও।
এবার তার এই ম্যাগাজিনের ফোটোশুট দর্শকদের মনে ঝড় তুলবে। ভক্তদের মনে কতটা সুনামি বওয়াতে পারলেন শ্রুতি তা অনুভব করতে তার হটেস্ট ফোটোশুট দেখে বোঝা যায়।
মন্তব্য চালু নেই