হঠাৎ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক চট্টগ্রামে

চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। আইন শৃঙ্খলাবাহিনী পরিচয়ে নুরুল ইসলাম নামে এক পরিবহন শ্রমিককে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু ধর্মঘটের ডাক দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বুধবার সকালে নগরীর সল্টগোলা নিজ বাসা থেকে আইনশৃঙ্খলাবাহিনী পরিচয় দিয়ে বাস চালক নুরুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার পর আজও তার খোঁজ মেলেনি। পরবর্তীতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা কাউকে আটক করেনি বলে জানান।

পরে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।



মন্তব্য চালু নেই