‘হট’ ছবি পোস্ট করে ফের শিরোনামে কারিনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ততটা সক্রিয় নন বলিউড তারকা কারিনা কাপুর। চ্যাটিংয়ে খুব অ্যাকটিভ হলেও ফেসবুক-টুইটার থেকে দূরে থাকেন বেবো। তবে সম্প্রতি ইন্সট্রাগ্রামে নতুন পেজ খুলেই ফের আলোচনায় চলে এসেছেন নায়িকা। তাও আবার নিজের একটি ‘হট’ ছবি পোস্ট করে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ছবিটি পোস্ট করার পরপরই সোশ্যাল দুনিয়ায় তোলপাড় পড় যায়। অনেকেই বলছেন, বেবোর এমন হট ছবি তারা আগে দেখেননি।

সোশ্যাল মিডিয়াতেই সেই অর্থে খানিকটা অ্যালার্জি ছিল কারিনার। কিন্তু ট্রেন্ডের সঙ্গে সম্ভবত তার মানসিকতাও পাল্টেছে। তাই ইনস্টাগ্রামে পেজ তৈরি করে একেবারে শুরুতেই নিজের ‘হট’ ছবি পোস্ট করলেন বেবো।



মন্তব্য চালু নেই