সড়ক দূর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান ইমন। তিনি রাবির প্রাণরসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তিনি শিশির পরিবহন নামে একটি বাসে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। রাত ১০টার দিকে বাসটি সিরাজগঞ্জে সড়ক দূঘটনার ¯^ীকার হন এবং তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে বুধবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ইমনের মৃত্যুতে প্রাণরসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর তোফাজ্জল হোসেন ও বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা আমরা গভীর শোকা প্রকাশ করেছেন।
মন্তব্য চালু নেই