সড়ক দুর্ঘটনার কবলে মাহি, অত:পর সেলফি

আজ সকালে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন নায়িকা মাহিয়া মাহি। বাংলাদেশের একমাত্র জলাবন রাতারগুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার গাড়িটির ড্রাইভারের পাশের অংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্থ হয়েছে। সামনের লুকিং গ্লাসটিও ভেঙে গেছে।

ঘটনার পরপরই মাহি তার ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেন। যার শিরোনাম দিয়েছেন দুর্ঘটনা! এই শিরোনামের নিচেই মাহি লিখেন, ‘‘কিন্তু সমস্যা নেই। জীবন সুন্দর। সিলেটের পথে আছি। বিছানাকান্দি এবং রাতারগুল যাওয়ার পরিকল্পনা বাদ হয়নি।’

প্রসঙ্গত, রাতারগুল বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের গুয়াইন নদীর দক্ষিণে এ বনের অবস্থান।

এদিকে গতকাল ঢাকা ‘আ্যাটাক’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। এতে তার বিপরীতে অভিনয় করবেন আরেফিন শুভ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ছবিটি পরিচালনা করবেন দীপংকর দীপন।ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে বলে প্রযোজনা সংস্থার সূত্রে জানা গেছে।



মন্তব্য চালু নেই