সৎবাবার লালসার শিকারে ১০ বছরের বালিকার গর্ভপাত : অবশেষে সন্তান প্রসব
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা বেলো হরিজন্তে। সেখানকার একটি স্কুলে ক্লাস চলাকালে তলপেটের ব্যথায় কাতর হয় ১০ বছর বয়সী এক মেয়েশিশু। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাকে ভর্তি করেন স্থানীয় একটি হাসপাতালে। সেখানে সুস্থ সন্তানের জন্ম দেয় শিশুটি।
যুক্তরাজ্যের সংবাদ পোর্টাল মেট্রো ডট কো ডট ইউকের খবরে বলা হয়, গর্ভধারণের সাত মাস পর স্থানীয় সময় গত মঙ্গলবার নিরাপদে সন্তানের জন্ম দেয় শিশুটি। পুলিশের ধারণা, ৪০ বছর বয়সী সৎবাবা শিশুটিকে ধর্ষণ করেছে।
তবে বিষয়টি নিয়ে কিছুই জানতেন না শিশুটির মা। তিনি পুলিশকে জানিয়েছেন, কয়েক মাস ধরে শিশুটিকে বেশ উদাসীন দেখেছেন তিনি। তবে গর্ভবতী হওয়ার বিষয়টি লক্ষ করেননি তিনি।
মেয়েশিশুটি পুলিশকে জানিয়েছে, তার সৎবাবা ধর্ষণের পর হুমকি দিয়েছে। এ কথা বলে দিলে তার মা ও ভাইকে হত্যার কথাও বলেছে।
এরই মধ্যে শিশুটির বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে পুলিশ। একই সঙ্গে অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
মন্তব্য চালু নেই