‘স্লেজিং’ করবেন জনসন

বৃহস্পতিবার সিডনির ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। সেই ম্যাচে ‘স্লেজিং’ হতে পারে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। অস্ট্রেলিয়ার হয়ে স্লেজিংয়ে ‘পটু’ ডেভিড ওয়ার্নার চলতি বিশ্বকাপে ঠাণ্ডা মেজাজেই রয়েছেন। তবে সেমিতে ভারতের বিপক্ষে সে কথার লড়াইয়ে না নামলেও স্লেজিংয়ের ঘোষণা দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন।

চলতি বছরের শুরুতে ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বেশ কয়েকবার স্লেজিংয়ে মেতে উঠা ডেভিড ওয়ার্নার বিশ্বকাপের শুরু থেকে মাথা ঠাণ্ডা রেখেছেন। কথার লড়াই করতে দেখা যায়নি তাকে। ফলে ভারতের বিপক্ষেও যদি তার মুখ বন্ধ থাকে তবে স্লেজিং চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পেসার মিচেল জনসন।

মঙ্গলবার ফক্স টিভিকে দেয়া সাক্ষাৎকারে জনসন বলেন, ‘আমি শুনেছি ডেভিড আর স্লেজিংয়ে জড়াবে না। আমাদের হয়ে কাউকে না কাউকে এটি করতে হবে। আমিই সেই দায়িত্ব পালন করতে চাই। এটি ক্রিকেটেরই অংশ। শেন (ওয়াটসন) ও রিয়াজের মধ্যে কোয়ার্টারে যেটি হয়েছে সেটি ছিল অসাধারণ।’

স্লেজিংয়ে মন্দ কিছু দেখছেন না মিচেল জনসন। এটি খেলার বিনোদন আরও বাড়িয়ে দেয় বলে মনে করেন তিনি।

জনসন বলেন, ‘আমি এটিকে নিছক বিনোদন মনে করি। আমি মনে করি, সেমিফাইনালে আপনারা আরও বেশি বিনোদন পাবেন।’



মন্তব্য চালু নেই