স্যালন ডিঅর জিতলেন রোনালদো!

স্যালন ডি’অর। সেটা আবার কি? সবাই তো ব্যালন ডি’অরের সঙ্গেই পরিচিত। অবগতির জন্য জানানো হচ্ছে, স্যালন ডি’অরও একটা পুরস্কারের নাম। ফুটবলারদের মধ্যে যাদের হেয়ারস্টাইল সুন্দর তাদের নিয়েই এ প্রতিযোগিতা। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকমের পাঠকদের রায়ে গতবারের মতো এবারও দারুণ হেয়ারস্টালের জন্য স্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়োনো রোনালদো।

গোলডটকমের প্রায় সাত হাজার পাঠকেরভোটে এই রায়। শতকরা ২৫ ভাগ ভোট পেয়েছেন বিখ্যাত সিআরসেভেন। দ্বিতীয় স্থান লাভ করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। তিনি পেয়েছেন শতকরা ১৩ ভাগ ভোট। তিনিও বাহারি চুলের জন্য বিখ্যাত। ১১ ভাগ ভোট পেয়ে তৃতীয় হন ইংলিশ ক্লাব সাউদাম্পটনের গ্রাজিয়ানো পেল্লে। ইংলিশ লিগে পেল্লের হেয়ার কাট সবচেয়ে সুন্দর।



মন্তব্য চালু নেই