স্যার ডন ব্র্যাডম্যানকে ছুঁলেন ইউনুস

স্যার ডন ব্র্যাডমান সম্পর্কে বাড়িয়ে বলার প্রয়োজন হয় না। ক্রিকেটের ইতিহাস আর তিনি যেন একাকার। তার সঙ্গে হয়না কারো তুলনাও। এই ক্রিকেট কিংবদন্তি এক ও অনন্য। তবে পরিসংখ্যানের দিক দিয়ে অনেকেই তার পাশে যেতে পারেন।
যেমনটা গেলেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান। স্যার ডন ব্র্যাডমান ক্যারিয়ারে ২৯টা সেঞ্চুরি করেছিলেন। ইউনুস খানও বুধবার ২৯টি সেঞ্চুরি করেছেন। ২৯টি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে ২৯টি হাফ সেঞ্চুরি।
অবশ্য স্যার ডন ব্র্যাডমান মাত্র ৫২টি টেস্ট ম্যাচ খেলে ২৯টি সেঞ্চুরি করেছিলেন। হাফ সেঞ্চুরি করেছিলেন ১৩টি। আর ইউনুস খান ৯৮ টেস্ট খেলে ২৯ টি সেঞ্চুরি করেছেন।
মন্তব্য চালু নেই