স্যামসাং গ্যালাক্সি এস-৭ : দুই দিনে এক লাখেরও বেশি সেট বিক্রি

কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের জনপ্রিয় স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি। বাজারে আসার আগে ও পরে আলোচনায় থাকে এই সিরিজের স্মার্টফোনগুলো।

গত শুক্রবার, আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার বাজারে ছাড়া হয় স্যামসাং গ্যালাক্সি এস৭ এবং এস৭এজ স্মার্টফোন দুটি।

বাজারে আসার মাত্র দুদিনের মধ্যে স্মার্টফোনটির দুই লাখ কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণা সংস্থা ইওনহাপ।

এর মধ্যে স্মার্টফোন দুটি মুক্তির প্রথম দিনে অর্থাৎ শুক্রবার বিক্রি হয়েছে ৬০ হাজার কপি আর শনিবার বিক্রি হয়েছে ৪০ হাজার কপি। এর মধ্যে গ্যালাক্সি এস৭ এজ স্মার্টফোনটির বিক্রি ৪০ শতাংশ।

স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার বিক্রিতে কিছুটা ভাটা পড়েছিল।

তবে সামনের দিনগুলোতে সেট দুটির বিক্রি আরো বাড়বে বলে আশাবাদী তারা।

গত মাসে স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথমবার সেট দুটি প্রদর্শিত হয়।

দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং পানি ও ধুলাবালি নিরোধক স্মার্টফোন দুটি প্রদর্শনের পরপরই আলোচনায় চলে আসে।

একই সঙ্গে অল্প আলোয় ভালো ছবি তোলার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে সেট দুটির ক্যামেরা।

গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ স্মার্টফোন দুটিতে ফিরিয়ে আনা হয়েছে বাড়তি মেমোরি যোগ করার জন্য মাইক্রোএসডি কার্ড। এর আগে গত বছর মুক্তি পাওয়া গ্যালাক্সি এস৬ স্মার্টফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ ছিল না।



মন্তব্য চালু নেই