স্মার্টফোন ব্যবহারে হতে পারে ‘পিঙ্ক’ রোগ!
স্মার্টফোন থেকে ছড়াচ্ছে এমন এক রোগ, যা থকে মুক্তি পাওয়া অসম্ভব। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের করা গবেষণায় এর প্রমাণ মিলেছে। গবেষকরা জানিয়েছেন, অতিরিক্ত ফোন ব্যবহার করার ফলে মানুষের হাতের আঙুল দিন দিন বেঁকে যাচ্ছে।
চিকিৎসকরা এই রোগের নাম দিয়েছেন ‘পিঙ্ক’। তাদের মতে, আজকাল বেশিরভাগ মানুষের হাতে বড় মাপের মোবাইল-ই বেশি দেখা যায়। তাই অন্য কোথায় ফোন না রেখে হাতের মধ্যেই বেশিরভাগ মানুষ ফোন করেন। আর এর থেকেই বিপত্তি দেখা দিচ্ছে। বেঁকে যাচ্ছে হাতের আঙুল।
এই ধরনের রোগ বেশিমাত্রায় দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে। বহু মানুষই এই রোগে আক্রান্ত হয়ে ডাক্তার দেখাতে আসছেন। কিন্তু ভয়ের কারণ হলো, এর কোনও ওষুধ নেই। মূলত ব্যায়ামই এক্ষেত্রে একমাত্র নিরাময়ের উপায়। এ সমস্যা নিয়ন্ত্রণে আর অবশ্যই ফোন ব্যবহার কমাতে হবে।
মন্তব্য চালু নেই