স্মার্টফোনে মাকে বাঁচালো ২ বছরের বালক

স্মার্টফোনের অ্যাপস ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাড়ির পোষা কুকুরের আক্রমন থেকে মাকে বাঁচিয়েছে দুই বছরের একটি বালক।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহরে এ অবাক করা ঘটনাটি ঘটেছে।

কুকুরের আক্রমনের শিকার লরা টুন জানান, একটি পোষা কুকুর হঠাৎ তাকে আক্রমণ করে। কুকুরটি তার আঙ্গুল কামড়ে ধরে। আক্রমণ থেকে কুকুরটিকে নিবৃত করার চেষ্টা করেন। কুকুরটি যেন নাছোর প্রজাতির। তারপর তিনি তার আইফোন দিয়ে ৯১১ নম্বরে কল করার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্য তার কথা শেষ করতে পারেননি। তার ৪ বছর বয়সী ছোট মেয়ে আইফোনের মধ্যে রক্ত এবং তার মায়ের এ অবস্থা দেখে ভয় পেয়ে যায। এ সময় তার ছেলে রান্নাঘর থেকে টাওয়াল নিয়ে আসে। নিজেই ফ্লোরের রক্ত পরিষ্কার করে। তারপর তার মায়ের আইফোনের ‘ফেসটাইম অ্যাপ’ দিয়ে তার মায়ের এক বন্ধুকে কল দেয়। বন্ধুটি ওই ছেলের কল পেয়ে দ্রুত সাহায্যের জন্য তাদের বাড়িতে হাজির হন। আহত লরার চিকিৎসার ব্যবস্থা করেন।

দেখলে তো বন্ধুরা কীভাবে একটি ছেলে তার বুদ্ধি দিয়ে নিজের মাকে রক্ষা করলো? তোমরাও অন্যকে সাহায্য করার জন্য এভাবে চেষ্টা করবে।

সূত্র: নেট থেকে।



মন্তব্য চালু নেই